Chayan Molla

Freelancer

web developer

Domain investor

Chayan Molla

Freelancer

web developer

Domain investor

Blog Post

#bgd তে চলছে প্রিমিয়াম ডোমেইন মেলা।

July 23, 2020 Domain
#bgd তে চলছে প্রিমিয়াম ডোমেইন মেলা।

ডোমেইন হলো একটি ভার্চুয়াল ঠিকানা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি bgd.com.bd একটি ডোমেইন।

ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের এ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে।

আমাদের বাড়ির যেমন, একটি ঠিকানা থাকে ঠিক সেটিও একই রকম। একটি ডোমেইন bgd.com.bd। কেউ আর কেউ এই নামে ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবে না।

সহজ ভাবে বললেঃ
যদি আপনার ওয়েবসাইটের একটি বাড়ি থাকে তাহলে, সেই বাড়ির ঠিকানা হচ্ছে ডোমেইন। তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে সারা বিশ্বে ডোমেইনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন অনলাইনে বেশি বেশি সময় দেয়।

সম্প্রতি বাহিরের দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও ডোমেইন সেক্টরে ইনভেস্ট হচ্ছে। ডোমেইন ইনভেস্ট নিয়ে আমাদের দেশের মানুষের ধারণা কম তাই অনেকে ভূল জায়গায় বা না বুঝে ইনভেস্ট করে ফেলে এতে ক্ষতি হয়। কিন্তু সঠিক জায়গায় বুঝে শুনে ইনভেস্ট করলে অনেকগুণ লাভ পাওয়া সম্ভব। ডোমেইন ইনভেস্ট নিয়ে বাংলা ভাষায় তেমন তথ্য পাওয়া যায় না।

ডোমেইন ইনভেস্ট নিয়ে সম্প্রতি একটি ফেইসবুক গ্রুপ খোলা হয়েছে, Bargain Domain. যেখানে বিনা মূল্যে ডোমেইন ইনভেস্ট নিয়ে বাংলায় আলোচনা হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অনলাইনে মিট আপ হয়। কোন প্রশ্ন থাকলে মিট আপে প্রশ্ন করলে উত্তর দেয়া হয়। যাতে মানুষ ডোমেইন ইনভেস্ট সেক্টরে বুঝে শুনে ইনভেস্ট করতে পারে এবং লাভবান হয়।

সম্প্রতি তাদের ফোরাম bgd.com.bd তে প্রিমিয়াম ডোমেইন মেলা নামে একটি মেলার আয়োজন করেছে।

গত ২২ জুলাই শুরু হয়েছে। চলবে ২৯ জুলাই পর্যন্ত। এখানে ইনভেস্টরগণ তাদের নিজ নিজ ডোমেইন লিস্ট করতে পারবেন আর ক্রেতাগণ সেখান থেকে পছন্দের ডোমেইন ক্রয় করতে পারবেন।

Write a comment